সিলেট নগরের ফাজিলচিশত এলাকার একটি বাসায় চেতনানাশক ওষুধ স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
পরিবারের ১৫ জন সদস্যকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের জ্ঞান ফিরলেও তারা শারীরিকভাবে বেশ অসুস্থ।গতকাল(১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফাজিলচিশত এলাকার কানাডা প্রবাসী আলাউর রহমান চৌধুরীর ২২/১ নম্বর বাসার তৃতীয় তলায় ভাড়াটে থাকেন এক সৌদি প্রবাসী ও ব্যাংক কর্মকর্তাসহ বেশ কয়েকটি পরিবার। গতকাল গভীর রাতে একদল ডাকাত তৃতীয় তলার সৌদি প্রবাসীর রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অজ্ঞান করে দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকাসহ কয়েক লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
আজ (২০ ডিসেম্বর) জোহরের নামাজের সময় প্রতিবেশীরা ৩য় তলার সকল ঘরের দরজা-জানালা বন্ধ এবং রান্নাঘরের জানালার গ্রিল ভাঙা দেখে এ বিষয়টি জানতে পারেন। অজ্ঞান অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক শিশুর অবস্থা এর মধ্যে আশঙ্কাজনক।
দুপুর দেড়টার দিকে স্থানীয়রা সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাকে এ বিষয়টি জানায়। খবর পেয়ে বিকেল সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।