ত্বকের বিরল রোগ ‘স্টিভেন জনসন সিনড্রোম’-এ আক্রান্ত হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল কাদেরের মৃত্যু হয়েছে।
তিনি কলেজের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে অধ্যায়নরত ছিলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে তিনি মারা যান।
আবদুল কাদেরের সহপাঠী হুমায়ুন সজীব বলেন, স্টিভেন জনসন সিন্ড্রোমে রোগে আক্রান্ত হয়েছিলেন। আবদুল কাদের মিরপুরের টোলারবাগ এলাকায় বন্ধুদের সঙ্গে মেসে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে বগুড়ার এক হাসপাতালে তার কিডনির অপারেশন হয়েছিল।
সজীব জানায়, প্রায়শই জ্বর ও উচ্চরক্তচাপসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগনে আবদুল কাদের। কিডনির সমস্যায় তিনি মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের পর তীব্র প্রতিক্রিয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ওই শিক্ষার্থী স্টিভেন জনসন সিনড্রোমে আক্রান্ত ছিলেন। তার শরীর পুড়ে গিয়েছিল। এ অবস্থায় তাকে আমাদের এখানে ভর্তি করা হয়। তাকে আইসিউতে চিকিৎসা দিয়েছি। পরে রাতেই তাঁর মৃত্যু হয়।