স্পেনের মাদ্রিদে অবস্থিত বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় IE থেকে মার্কেটিং প্ল্যানিং এর উপর ৯১% মার্ক নিয়ে প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ড. সাজ্জাদ হোসেন চিশতী।
গণমাধ্যমে তার চাকরি শুরু মাকেটিং ও সেলস দিয়ে, ২০ বছরে নানা অর্জনের মধ্যে এটি অন্যতম বলেই তার দাবি। এই ২০ বছর চাকরি জীবনে যায় যায় দিনের বিজ্ঞাপন ও মাকেটিং ম্যানেজার, যুগান্তরের সিনিয়র বিজ্ঞাপন ও মাকেটিং ম্যানেজার, মানবকন্ঠের জিএম ও হেড অব মাকেটিং, অবজারভারের হেড অব মাকেটিং সহ নানা জায়গায় কাজ করেছেন তিনি।
করোনার মধ্যে বাসায় বসে এই কোর্সটি করেছেন তিনি। উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল ২০১৯ সালে গ্লোবাল অনলাইন এমবিএ তে ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ১ম ছিল (তথ্যঃ QS Ranking)।
কোর্সটিতে তার কোর্স প্রফেসর ছিলেন প্রফেসর র্যামন ডিয়াজ, যিনি ইউরোপের স্বনামধন্য প্রফেসরদের মধ্যে একজন। কোর্সটিতে মোট ৪টি মডিউল ছিল৷ প্রতিটি মডিউলে ১০টি করে মোট ৪০ টি লেকচার, ৪টি প্রজেক্ট এসাইনমেন্ট ছিল।
অবশেষে এত ভাল ফলাফল করতে পেরে খুবই আনন্দ লাগছে বলেও জানান সাজ্জাদ চিশতী। এছাড়া স্প্যানিশ মার্কেটিং গবেষকদের কমিউনিটিতে যুক্ত হয়েছেন বলেও ডেইলি ঢাকা’কে জানান তিনি। অনেক কিছু শিখেছি যার প্রয়োগ করে দেশে মিডিয়া মার্কেটিংয়ে অবদান রাখতে পারবো বলে মনে করেন এ মার্কেটিং বোদ্ধা।
পরিশেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, ভালবাসা ও সহযোগিতা চেয়েছেন তিনি।