অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদকের বিষয়গুলো সামনে আসতে থাকে। এতে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। একে একে নামিদামি সব তারকার নাম মাদককাণ্ডের সঙ্গে জড়িয়েছে।
এবার মাদকযোগের কান্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করেছে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ারকে।
গতকাল (২১ নভেম্বর) সকালে এনসিবি তল্লাশি করে ভারতীর বাড়ি থেকে ‘সামান্য পরিমাণ গাঁজা’ও উদ্ধার করেছে।
বি-টাউনের ছোটপর্দার পরিচিত মুখ ভারতী সিং। ‘দ্য কপিল শর্মা শো, ‘ঝলক দিখলা যা’, ‘নাচ বলিয়ে’র মতো জনপ্রিয় টিভি অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। এছাড়া বলিউডের বেশকিছু চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি।
(সূত্র:এনডিটিভি)