বিগ বস’-খ্যাত জনপ্রিয় প্রতিযোগি অভিনেত্রী ও মডেল গওহর খান। অভিনেতা কুশাল টেন্ডনের সঙ্গে তার সম্পর্ক ছিল বহুল আলোচিত। তবে সেই সম্পর্কে দাঁড়ি পড়েছিল অনেকদিন আগেই। সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গওহর খান।
পাত্রী গওহর খানের থেকে বয়সে ১২ বছরের ছোট পাত্রের নাম জায়েদ দরবার। ইতোমধ্যেই
বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিয়ের আগে যে রীতিগুলি থাকে সেগুলি পালন করতে এখন ব্যস্ত হবু দম্পতি। প্রাক বিয়ের প্রথম প্রচলিত সেরেমনি চিসকা-র ছবি আপলোড করেছেন তারা।
গায়ে হলুদের মতোই এই অনুষ্ঠানে হলুদ এবং গোলাপের কম্বিনেশনে পোশাক পরতে দেখা গেছে পাত্র পাত্রীকে। তাদের ছবিগুলি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
একটি ডিজিটাল কার্ডের ভিডিও পোস্ট করেছিলেন গওহর খান। বড়দিন অর্থাৎ
আগামী ২৫ ডিসেম্বর গাঁটছড়া বাঁধছেন গওহর ও জায়েদ। ছবি পোস্ট করে গওহর জানিয়েছেন, জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তার জীবন অসাধারণ হয়ে উঠেছে।
মহামারি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ে করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। উপস্থিত থাকবে শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।