পটুয়াখালীর গলাচিপায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাচারীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ (১৩ নভেম্বর) দুপুরে নির্যাতনের শিকার ওই শিশুটির মা বাদী হয়ে ৩ কিশোরকে আসামি করে গলাচিপা থানায় মামলা করেছেন।
জানা গেছে, ৭ বছরের ওই মেয়েটির বাড়ির পশ্চিম পাশে বাসন্তী রানীর কাছে প্রাইভেট পড়ে মো. রিয়াজ (১৪), মো. তরিকুল (১৬) ও মো. জিহাদ (১৪) নামে ৩ কিশোর। তারা একই বাড়িতে বসবাস করে।
গতকাল (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে মেয়েটি বাসন্তী রানীর কাছে প্রাইভেট পড়ে বাড়িতে আসার পথে ওই ৩ কিশোর তার মুখ চেপে ধরে ঝোপের পাশে নিয়ে যায়। সেখানে মো. তরিকুল ও মো. জিহাদের সহায়তায় রিয়াজ মেয়েটিকে ধর্ষণ করে।
গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।