প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী।
গত বুধবার জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে তার পরদিন করোনার নমুনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধীন আছেন আরজুমান আরা। তার ছোট বোন তাহমিদা আক্তারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২ বোন একই বাসায় থাকেন।
রুহুল কবির রিজভী তার স্বজনদের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।
কিছুদিন আগে রিজভীর হার্টে রিং পড়ানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন তিনি।