বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সেলেসাওদের ঘরের মাঠ মারাকানায় ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।ম্যাচটি নিয়ে ব্রাজিলের দর্শকের মধ্যে আগ্রহ তুঙ্গে। এরইমধ্য ম্যাচের ৬৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
গত ১৭ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে মেসির আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা-ব্রাজিল দু’দলই সেদিন হার নিয়ে মাঠ ছেড়েছে। সেলেসাওরা ২-১ এবং আকাশি-সাদারা ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয়। কাতার বিশ্বকাপের পর এটিই আলবেসেলিস্তেদের প্রথম হার।
এদিকে, লিওনেল মেসি কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩১ গোলের মালিক। কিন্তু এই সময় ব্রাজিলের বিপক্ষে কোনো গোল আসেনি ‘এলএম টেন’ এর পা থেকে। এবার সেলেসাওদের বিপক্ষে গোল করে সেই আক্ষেপ মেটাতে চান তিনি।
বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে ৫ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসির দল। সমান ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৫ নম্বরে রয়েছে ব্রাজিল।
দুই দলের মুখোমুখি লড়াইটা অবশ্য সঙ্গ দিচ্ছে ব্রাজিলকে। মুখোমুখি ১০৯ ম্যাচে আর্জেন্টিনার ৪০ জয়ের বিপরীতে তাদের জয় ৪৩ ম্যাচে। ২৬ ম্যাচ হয়েছে ড্র। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জয় ২ ম্যাচে। আর ব্রাজিলের জয় ৪ ম্যাচে। অবশ্য প্রতিযোগিতামূলক ৫১ ম্যাচে ব্রাজিলের ১৮ জয়ের বিপরীতে ২ ম্যাচ বেশি জিতেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের খেলা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে ‘এসএসসি স্পোর্টস’ খেলাটি সম্প্রচার করবে।
Trending
- ড্যাপ বাতিল শহরের জন্য আত্মঘাতীঃ বিআইপি
- মানবসেবার গাড়িতে সোনা পাচার
- মুখোশের আড়ালে দিলীপ আগরওয়ালার মাফিয়া সাম্রাজ্য
- রেমিট্যান্স চোরাকারবারিদের পেটে, হুন্ডিতে তছনছ রিজার্ভ
- শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি দিলীপ ও দোলন
- দিলীপের ভেজাল মদে সর্বনাশ
- ‘দুর্নীতি উৎসাহিত হবে’, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে ডিআরইউ
- পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষার অপপ্রয়াস থেকেই এ ধরনের বিবৃতিঃ গণ অধিকার পরিষদ