বর্ণাঢ্য আয়োজনে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রামে গ্রামীণ হেলথটেকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো “সুখী স্বাস্থ্য মেলা-২০২৫”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি; বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান মেলার উদ্বোধন করেন এবং তার বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ সিপিএ কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চবক এর বিদ্যমান স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অত্যাধুনিক স্বাস্থ্যসেবা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো”। গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান বলেন, “গ্রামীণ হেলথ টেকের লক্ষ্য আমাদের গ্রুপের মূল দর্শনকেই প্রতিফলিত করে চলেছে। প্রযুক্তির মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি”।
এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর কর্মকর্তা কর্মচারীদের কল্যানে চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং সদস্য হারবার মেরিন কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এর তত্ত্বাবধায়নে গ্রামীণ হেলথটেকের সহযোগীতায় চবক কর্মকর্তা কর্মচারীদের কল্যানে স্বাস্থসেবার নতুন দিগন্তের উন্মোচন হলো। উক্ত মেলায় সদস্য প্রকৌশল কমডোর কাওছার রশিদ, সদস্য অর্থ এবং সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) (অতিরিক্ত দায়িত্ব) গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মাহবুব আলম তালুকদার, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সর্দার আকতার হামিদসহ চট্টগ্রাম বন্দরের ও গ্রামীন হেলথ্ টেক এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দুপুরে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সিপিএ এর প্রায় ৫০০০ কর্মী পাবেন সুখীর পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য সেবা। ‘সুখী সিপিএ প্যাকেজ’-এর আওতায় সদস্য ও তাঁদের পরিবারের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী’ দিচ্ছে আনলিমিটেড ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেশন এবং বিশেষ ছাড়ে অন্যান্য সেবা- যেমন: অনলাইন ফার্মেসি, হোম ল্যাব, কেয়ারগিভার, প্রেগন্যান্সি কেযার, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সার্ভিস। সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর শেষে ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিইও, গ্রামীণ হেলথটেক লিঃ গণমাধ্যম কর্মীদের বলেন, “স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে আমরা অনেকটা পথ পার করে ফেলেছি আজকের এই পার্টনারশিপ আমাদের ধারাবাহিকতার প্রমাণ”।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ক্রীড়া কমপ্লেক্স চত্বরে আযোজিত এই মেলায় ছিলো সিপিএ কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সকাল ১১টা থেকে রাত ৭:৩০টা পর্যন্ত তারা সুখীর স্টলে এসে রেজিস্ট্রেশন, চিকিৎসক পরামর্শ, রক্তচাপ পরিমাপ, উচ্চতা-ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হযেছে।

