বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পুনঃনির্বাচিত হওয়ায় ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বুধবার ৩১ জানুয়ারি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসময় স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। সংসদে সরকারি দলের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক আলোচনা করার মাধ্যমে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।