ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। দক্ষিণের অনেক তারকা অভিনয়শিল্পী হিন্দি সিনেমায় কাজ করছেন। কিন্তু হিন্দি সিনেমায় অভিনয় করতে চান না মহেশ।
অনলাইন টাকা আদান-প্রদানকারী অ্যাপ ‘ফোন পে’-তে কণ্ঠ দিয়েছেন মহেশ বাবু। এটি ৫ সেকেন্ডের ভয়েসওভার। টাকা আদানপ্রদান হলেই বাজবে মহেশবাবুর কণ্ঠস্বর। এ ভয়েসওভারে শুধু ‘থ্যাঙ্ক ইউ, বস’ বলেছেন মহেশ বাবু। আর এই তিনটি শব্দের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন তিনি।