মধ্য জাপান ও এর আশেপাশের অঞ্চলে সোমবার শক্তিশালী সিরিজ ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দেশটির জাতীয় বার্তা সংস্থা কিয়োডো এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারকে সময়ের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী বাহিনী পাঠিয়েছে এবং সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
সোমবার বিকেলে ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর একই দিন আরও ১৫৪ বার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইশিকাওয়া প্রিফেকচারে একের পর এক ভবন ধস ও দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়েছে। নিগাতা, তোয়ামা, ফুকুই এবং গিফু প্রিফেকচারেও ভূমিকম্পে ভবন ধসের কারণে অসংখ্য মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।