সদ্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের রয়েসয়ে সময় কাটানোর ফুরসত নেই। মাস খানেক পরেই যে লড়তে হবে যুব বিশ্বকাপের আসরে। এ জন্য ক্রিকেট বোর্ড চাইছে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে।
বিসিএল শেষে ১ দিন বাদেই বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। ১৯ তারিখ বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় হবে কন্ডিশনিং ক্যাম্প।
সেই পরিকল্পনা মোতাবেক চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীদের খেলানো হবে। বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যাতে রিদমের মধ্যে থাকেন এ জন্য বিসিএল খেলানো হচ্ছে। বিসিএলের পরেই ১ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের ক্যাম্প।
গেম ডেভলপমেন্ট বিভাগ জানায়, ‘আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে রিদমে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই, এ জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলবে তারা। এরপর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।’
তবে পেসারদের দেওয়া হয়েছে বিশ্রাম। তাদেরকে রাখা হচ্ছে না বিসিএলে দলে। ২৪ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে বিসিএলে’র ওয়ানডে সংস্করণ। ৩০ ডিসেম্বর মিরপুরে হবে ফাইনাল।
Trending
- হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে ডিপজল
- সৌদি বাদশাহ আবারো অসুস্থ
- রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ
- কাতারের আমীরকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় ঢাকা বিমানবন্দরে
- আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত
- তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ১শ’ ভূকম্পন অনুভূত
- অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি নিরাপত্তা পরিষদের
- জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের