২১ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ২২১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ২৬৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ২৮১ জন এবং ঢাকায় ব্যতীত সারা দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ৯৮৬ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন ঢাকাতে এবং তিনজন ঢাকা ব্যতীত সারা দেশে মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯০৯ জন এবং ঢাকা সিটি ব্যতীত সারা দেশে ৬৫৩ জন মারা যান।
চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ তিন হাজার ৫৩৬ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ ছয় হাজার ৪২ জন ও ঢাকা সিটি ব্যতীত সারা দেশে এক লাখ ৯৭ হাজার ৪৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ৯৭ হাজার ৫১২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ চার হাজার ৫ জন এবং ঢাকা ব্যতীত সারা দেশের বিভিন্ন হাসপাতাল এক লাখ ৯৩ হাজার ৫০৭ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট চার হাজার ৪৬২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় এক হাজার ১২৮ জন এবং ঢাকা ব্যতীত সারা দেশে তিন হাজার ৩৩৪ রোগী হাসপাতালে ভর্তি আছেন।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৮ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার এক শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
Trending
- ড্যাপ বাতিল শহরের জন্য আত্মঘাতীঃ বিআইপি
- মানবসেবার গাড়িতে সোনা পাচার
- মুখোশের আড়ালে দিলীপ আগরওয়ালার মাফিয়া সাম্রাজ্য
- রেমিট্যান্স চোরাকারবারিদের পেটে, হুন্ডিতে তছনছ রিজার্ভ
- শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি দিলীপ ও দোলন
- দিলীপের ভেজাল মদে সর্বনাশ
- ‘দুর্নীতি উৎসাহিত হবে’, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে ডিআরইউ
- পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষার অপপ্রয়াস থেকেই এ ধরনের বিবৃতিঃ গণ অধিকার পরিষদ