জাপানে কোরিয়ান এয়ার লাইন্স এবং ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের দুটি বিমানের ডানার সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর নিউ চিটোসে বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে কোরিয়ান এয়ারের একজন কর্মকর্তা জানিয়েছেন। কোনো বিমানেই হতাহতের খবর পাওয়া যায়নি। কোরিয়ান এয়ারের ফ্লাইটে ২৮৯ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বলে একজন এয়ারলাইন কর্মকর্তা জানিয়েছেন। ক্যাথে প্যাসিফিকের বিমানে যাত্রী ছিল কিনা তা নিয়ে জাপানি সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী তথ্য ছিল। মন্তব্যের জন্য ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। কোরিয়ান এয়ারের কর্মকর্তা জানান, একটি টোয়িং কার কোরিয়ান এয়ারের বিমানটিকে প্রস্থানের আগে পিছনের দিকে ঠেলে দিচ্ছিল। মাটিতে তুষারপাতের কারণে এটি পিছলে যায়, যার ফলে বিমানের বাম পাখা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনের বিমানটির লেজের ডান দিকের পাখার সঙ্গে আটকে যায়। কোরিয়ান এয়ার লাইন্সের প্রাথমিক মূল্যায়নে এ ঘটনার জন্য গ্রাউন্ডহ্যান্ডলারকে দায়ী করা হয়েছে।
Trending
- ড্যাপ বাতিল শহরের জন্য আত্মঘাতীঃ বিআইপি
- মানবসেবার গাড়িতে সোনা পাচার
- মুখোশের আড়ালে দিলীপ আগরওয়ালার মাফিয়া সাম্রাজ্য
- রেমিট্যান্স চোরাকারবারিদের পেটে, হুন্ডিতে তছনছ রিজার্ভ
- শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি দিলীপ ও দোলন
- দিলীপের ভেজাল মদে সর্বনাশ
- ‘দুর্নীতি উৎসাহিত হবে’, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে ডিআরইউ
- পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষার অপপ্রয়াস থেকেই এ ধরনের বিবৃতিঃ গণ অধিকার পরিষদ