কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ ১৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে মারা গেছেন। দেশটির আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেছে।
শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুর পর শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কুয়েতের আমির হন।
দেশটির আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।
আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নাওয়াফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলা করেন।
Trending
- ড্যাপ বাতিল শহরের জন্য আত্মঘাতীঃ বিআইপি
- মানবসেবার গাড়িতে সোনা পাচার
- মুখোশের আড়ালে দিলীপ আগরওয়ালার মাফিয়া সাম্রাজ্য
- রেমিট্যান্স চোরাকারবারিদের পেটে, হুন্ডিতে তছনছ রিজার্ভ
- শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি দিলীপ ও দোলন
- দিলীপের ভেজাল মদে সর্বনাশ
- ‘দুর্নীতি উৎসাহিত হবে’, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে ডিআরইউ
- পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষার অপপ্রয়াস থেকেই এ ধরনের বিবৃতিঃ গণ অধিকার পরিষদ