প্রধানমন্ত্রী সবসময় নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেন বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাাহি।
তিনি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে সবার হাতে মোবাইলফোন। কিন্তু গত ১৫ বছর আগে তা ছিল না। আমার বাবা ১৫ বছর আগে একটি মোবাইলফোন কিনেছিলেন। তাই এ কথাটি আমি গর্ব করে গ্রামের সবাইকে বলতাম। কিন্তু এখন প্রতিটি মানুষের হাতে হাতে মোবাইল। এখন নারীরাও বাড়িতে বসে ফিল্যান্সিং করে লাখ লাখ টাকায় আয় করছেন। এখন বাড়িতে বসেই ঢাকার মার্কেট থেকেও বাজার করা যায়। একেই বলে স্মার্ট বাংলাদেশ। আর এমন কাজ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর জন্য।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের জেলা শাখার আয়োজনে ছাত্রী সমাবেশে এসব কথা বলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মাহি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ঢাকা ইডেন কলেজে পড়তেন। ইডেন কলেজে তিনি রাজনীতি করেছেন। তিনি কলেজের ভিপি ছিলেন। ছাত্রলীগ করেছেন। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই এ কলেজেও (চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ) নতুন কমিটি করতে হবে। নতুন নেতৃত্ব আনতে হবে। আর এ নেতৃত্ব শুধু চাঁপাইনবাবগঞ্জেই সীমাবদ্ধ থাকবে না, এরাও একদিন সংসদে কথা বলবে।’